There was a time in life when hostel was my home and friends were my family. Everyday was spent with careless fun, pure "masti", continuous giggles, reasonless late nights, simple decisions...and after that if..and only if there was some time left, some studies.
We were a close group of eight. We were known for being good in studies, very good in singing and dancing, very very good as "seniors", but..hold on...very very bad in romance.
None of us had a stable boy friend!!!!!
Most of the other girls decked themselves up in the evening and waited for the "call" to come..when their prince took them away from the girls hostel premises to the land of romance (atleast thats what you think when you are nineteen).
We , the EIGHT, just watched!
To tell you the truth, (and this is really not a case of "grapes are sour"), we were so busy with ourselves, we hardly had any time to socialise outside our hostel.We had so much fun during those years, that a thousand boy friends would not have changed the equation. My dear EIGHT, if you are reading this, let me tell you,
I LOVE YOU.
M was the first to tie the knot! And that triggered this ........
তুমি
বাইশটা বছর পার হয়ে গেল,
এলো তেইশের পালা,
কোথায় তুমি, কোথায় তুমি,
একই বিরহের জালা |
মৌসুমী -র বিয়ে বাড়ি খেয়ে
সবার মাথায় এলো ধেয়ে,
একি চিন্তা সব?
যেদিকে ছুটে যাই,
যে মেয়ের মুখপানে চাই,
শুনি বর বর রব!!
যে বিনা খোঁজাতে হয়ে যাব পার ,
সেই বসতে হবে শাড়িটি পরে,
tray তে আনতে হবে চা,
সেই যাচাই হবে গায়ের রং,
সেই হতে হবে লক্ষীর পা |
সেই গাইতে হবে "আমার পরান যাহা চায় "
সেই নিতে হবে চরণ ধুলি ,
আরচোখে তারে দেখে নিতে হবে
বন্ধ মুখের বুলি |
প্রেমের সাধ কার না হয়
তবু প্রেমেতে সবার ভয়,
বুঝিবা লাগলো আঘাত ,
একটাই যে হৃদয় |
যাগগে,
পার হয়ে গেল মিত্রা ঘোষ ,
পার হয়ে গেল ঝুমি,