Again thanks to Mo, for "preserving" such meaningless banter........
As I read through this, it takes me back to those wonderful hostel days again....
I realize that even though we may not have met for years....I still have the same feeling for all of you..
I know, if we meet...it will be like picking up from EXACTLY where we left...
I thank God for giving me friends like you.....
হে বন্ধু , বিদায় .............
আগে চিনতাম? না ,
চিনেছি অনেক পরে,
চিনেছি এমন ভালোভাবে,
চিনেছি চিরতরে |
DJ নামক হোস্টেল-এ ছিলাম মোরা আটজন,
চরিত্র সব আলাদা, দিছি তার-ই বিবরণ
বেঁটে, মোটা, লম্বা, কালো,
দেখতে শুনতে মন্দ ভালো ,
কারো এলো চুল, চশমা চোখে,
কেউ মাখে রং ঠোঁটে ও নখে
ভাবছ বুঝি বন্ধু কে কার
মেয়ে তো নয় আটটি জোকার !!!!
এক নম্বর রুম ,রান্নার বড়ো ধুম...........
ইংরিজি পড়ে সে গট মট কট,
দশটা বাজলেই ঘুমে ছটফট,
নিজেকে ভাবে সে খারাপ বাজে
ভাবে বুঝি লাগে না সে কোনই কাজে |
রং ফর্সা ,চশমা চোখে ,
কে ওদিকে যায়,
পেছনে থাকে যদি কুকুরের সারি
পেয়ে যাবে পরিচয় |
এক কাপ চা ,যদি হাতে দাও তার
গোমড়া মুখ তবে পাবে নাকো আর
পড়াশোনায় ভারী ভালো ,
মা বাবার মুখ করবে আলো ,
ভাবছ বুঝি কে এই গুনি -
আমাদের মৌসুমী |
পায়েতে নুপুর বাঁধা,
পিঠে এলো চুল
চোখেতে কাজল লতা
কানে সোনার দুল |
চোখের ওই কাজল জলে বেঁধেছে কেষ্টদাকে,
নয়নের তীর গিয়ে তাই বিঁধেছে
কেষ্টর ই বুকে |
এ মেয়ের নাচে নেই জুরি
নাম এর কস্তুরি|
স্বর্ণালী গেয়ে ওঠে কত শত গান,
গান এর গলা মিষ্টি ভারী, ভরে ওঠে প্রাণ |
নাকটি বড়ই লম্বা, ঠেকেছে ঠোঁটের কাছে,
সাবধানে তাই কথা বলে, ঠোঁট কামড়ায় পাছে |
আসে পাশে থাকলে ফেলো নিশ্বাস আসতে,
নয়তো হালকা শরীরটি তার চলে যাবে ভাসতে ভাসতে|
টমাটোর মতন গাল দুটি তার,
MAGGI -র মতন কেশ ,
লম্বা চওড়া গোল গাল মেয়ে
দেখতে লাগে বেশ|
বিখ্যাত তার হাসি ,কাঁপে আমাদের কাশী|
আবার যখন তখন বন্যা ধারা
আসে নেমে দু চোখ বেয়ে |
ভালো মানুষির এক অতল খনি,
Carl Lewis কোথায় লাগে,
দৌড়ে করবে পার,
আছে প্রবল শক্তি,
সবাই মানে হার |
কথার স্পীডও নয়কো কম ,
ভুলে যায় বুঝি নিতে হয় দম ,
সুন্দরী বিনু কার্টুন পনা ভালই জানে,
কেউ Sridevi কেউ Jayaprada মানে |
ঘড়ি ধরে চলে সুচরিতা সোম,
রেগে যদি যায় তবে যেন এটম বোম |
দেখতে শুনতে বেশ সবল,
দায়িত্বজ্ঞান ও আছে প্রবল ,
Defence এর hero কে ঘিরে রঙিন স্বপ্ন তার,
এমন discipline সত্তি মেলা ভার |
পাঁচ পাঁচটা ফুট এর ওপর আট আটটা ইঞ্চি ?
এও কি পাওয়া যায়?
আট জোকার -এর লম্বা জোকার নাম দয়িতা রায় |
সময় কাটে হেঁসে হাসিয়ে ,
ছেলে দেখলে যায় পাশ কাটিয়ে
কারণ তারা বড়ই বেঁটে হায় !
ছিলেম বেশ হাসি খুশি
আট জনেতে মিলে...
বিয়েবাড়ির সানাই দেখি বিদায়ের সুর তোলে |
মৌসুমী দিল গ্রীন সিগনাল
বিয়ের গাড়ি ওই ছেড়ে যায়
বিগত দিনের স্টেশনগুলি,
সরে যায় দেখি গুটি গুটি পায় |
এসো মোরা পণ করি ...
আমরা আটজন সেই আটজনই রব..
সময় এর দাগ পড়তে না পায়................
As I read through this, it takes me back to those wonderful hostel days again....
I realize that even though we may not have met for years....I still have the same feeling for all of you..
I know, if we meet...it will be like picking up from EXACTLY where we left...
I thank God for giving me friends like you.....
হে বন্ধু , বিদায় .............
আগে চিনতাম? না ,
চিনেছি অনেক পরে,
চিনেছি এমন ভালোভাবে,
চিনেছি চিরতরে |
DJ নামক হোস্টেল-এ ছিলাম মোরা আটজন,
চরিত্র সব আলাদা, দিছি তার-ই বিবরণ
বেঁটে, মোটা, লম্বা, কালো,
দেখতে শুনতে মন্দ ভালো ,
কারো এলো চুল, চশমা চোখে,
কেউ মাখে রং ঠোঁটে ও নখে
ভাবছ বুঝি বন্ধু কে কার
মেয়ে তো নয় আটটি জোকার !!!!
এক নম্বর রুম ,রান্নার বড়ো ধুম...........
ছোট্ট putku সোমা ,রান্ধে ভালো ডিম,
সারাদিন শুধু শুধু খায় হিমশিম |ইংরিজি পড়ে সে গট মট কট,
দশটা বাজলেই ঘুমে ছটফট,
নিজেকে ভাবে সে খারাপ বাজে
ভাবে বুঝি লাগে না সে কোনই কাজে |
দামী দামী জামা সব কেটে ছেঁটে পরে ,
দিন নেই রাত নেই হাপ্পিতেশ করে |রং ফর্সা ,চশমা চোখে ,
কে ওদিকে যায়,
পেছনে থাকে যদি কুকুরের সারি
পেয়ে যাবে পরিচয় |
এক কাপ চা ,যদি হাতে দাও তার
গোমড়া মুখ তবে পাবে নাকো আর
পড়াশোনায় ভারী ভালো ,
মা বাবার মুখ করবে আলো ,
ভাবছ বুঝি কে এই গুনি -
আমাদের মৌসুমী |
পায়েতে নুপুর বাঁধা,
পিঠে এলো চুল
চোখেতে কাজল লতা
কানে সোনার দুল |
চোখের ওই কাজল জলে বেঁধেছে কেষ্টদাকে,
নয়নের তীর গিয়ে তাই বিঁধেছে
কেষ্টর ই বুকে |
এ মেয়ের নাচে নেই জুরি
নাম এর কস্তুরি|
স্বর্ণালী গেয়ে ওঠে কত শত গান,
গান এর গলা মিষ্টি ভারী, ভরে ওঠে প্রাণ |
নাকটি বড়ই লম্বা, ঠেকেছে ঠোঁটের কাছে,
সাবধানে তাই কথা বলে, ঠোঁট কামড়ায় পাছে |
আসে পাশে থাকলে ফেলো নিশ্বাস আসতে,
নয়তো হালকা শরীরটি তার চলে যাবে ভাসতে ভাসতে|
টমাটোর মতন গাল দুটি তার,
MAGGI -র মতন কেশ ,
লম্বা চওড়া গোল গাল মেয়ে
দেখতে লাগে বেশ|
বিখ্যাত তার হাসি ,কাঁপে আমাদের কাশী|
আবার যখন তখন বন্যা ধারা
আসে নেমে দু চোখ বেয়ে |
ভালো মানুষির এক অতল খনি,
মনীষা সবার চোখের মণি |
দৌড়ে করবে পার,
আছে প্রবল শক্তি,
সবাই মানে হার |
কথার স্পীডও নয়কো কম ,
ভুলে যায় বুঝি নিতে হয় দম ,
সুন্দরী বিনু কার্টুন পনা ভালই জানে,
কেউ Sridevi কেউ Jayaprada মানে |
ঘড়ি ধরে চলে সুচরিতা সোম,
রেগে যদি যায় তবে যেন এটম বোম |
দেখতে শুনতে বেশ সবল,
দায়িত্বজ্ঞান ও আছে প্রবল ,
Defence এর hero কে ঘিরে রঙিন স্বপ্ন তার,
এমন discipline সত্তি মেলা ভার |
পাঁচ পাঁচটা ফুট এর ওপর আট আটটা ইঞ্চি ?
এও কি পাওয়া যায়?
আট জোকার -এর লম্বা জোকার নাম দয়িতা রায় |
সময় কাটে হেঁসে হাসিয়ে ,
ছেলে দেখলে যায় পাশ কাটিয়ে
কারণ তারা বড়ই বেঁটে হায় !
ছিলেম বেশ হাসি খুশি
আট জনেতে মিলে...
বিয়েবাড়ির সানাই দেখি বিদায়ের সুর তোলে |
মৌসুমী দিল গ্রীন সিগনাল
বিয়ের গাড়ি ওই ছেড়ে যায়
বিগত দিনের স্টেশনগুলি,
সরে যায় দেখি গুটি গুটি পায় |
এসো মোরা পণ করি ...
আমরা আটজন সেই আটজনই রব..
সময় এর দাগ পড়তে না পায়................