Thursday, 28 April 2011

Once upon a time...... (2)

Again thanks to Mo, for "preserving" such meaningless banter........
As I read through this, it takes me back to those wonderful hostel days again....
I realize that even though we may not have met for years....I still have the same feeling for all of you..
I know, if we meet...it will be like picking up from EXACTLY where we left...
I thank God for giving me friends like you.....



হে বন্ধু , বিদায় .............


আগে চিনতাম? না ,
চিনেছি অনেক পরে,
চিনেছি এমন ভালোভাবে,
চিনেছি চিরতরে |

DJ নামক হোস্টেল-এ ছিলাম মোরা আটজন,
চরিত্র সব আলাদা, দিছি তার-ই বিবরণ
বেঁটে, মোটা, লম্বা, কালো,
দেখতে শুনতে মন্দ ভালো ,
কারো এলো চুল, চশমা চোখে,
কেউ মাখে রং ঠোঁটে ও নখে
ভাবছ বুঝি বন্ধু কে কার
মেয়ে তো নয় আটটি জোকার !!!!

এক নম্বর রুম ,রান্নার বড়ো ধুম...........
ছোট্ট putku সোমা ,রান্ধে ভালো ডিম,
সারাদিন শুধু শুধু খায় হিমশিম |
ইংরিজি পড়ে সে গট মট কট,
দশটা বাজলেই ঘুমে ছটফট,
নিজেকে ভাবে সে খারাপ বাজে
ভাবে বুঝি লাগে না সে কোনই কাজে |
দামী দামী জামা সব  কেটে ছেঁটে পরে ,
দিন নেই রাত নেই হাপ্পিতেশ করে |

রং ফর্সা ,চশমা চোখে ,
কে ওদিকে যায়,
পেছনে থাকে যদি কুকুরের সারি
পেয়ে যাবে পরিচয় |
এক কাপ চা ,যদি হাতে দাও তার
গোমড়া মুখ তবে পাবে নাকো আর
পড়াশোনায় ভারী ভালো ,
মা বাবার মুখ করবে আলো ,
ভাবছ বুঝি কে এই গুনি -
আমাদের মৌসুমী |

পায়েতে নুপুর বাঁধা,
পিঠে এলো চুল
চোখেতে কাজল লতা
কানে সোনার দুল |
চোখের ওই কাজল জলে বেঁধেছে কেষ্টদাকে,
নয়নের তীর গিয়ে তাই বিঁধেছে
কেষ্টর ই বুকে  |
এ মেয়ের নাচে নেই জুরি
নাম এর কস্তুরি|

স্বর্ণালী গেয়ে ওঠে কত শত গান,
গান এর গলা মিষ্টি ভারী, ভরে ওঠে প্রাণ |
নাকটি বড়ই লম্বা, ঠেকেছে ঠোঁটের কাছে,
সাবধানে তাই কথা বলে, ঠোঁট কামড়ায় পাছে |
আসে পাশে থাকলে ফেলো নিশ্বাস আসতে,
নয়তো হালকা শরীরটি তার চলে যাবে ভাসতে ভাসতে|

টমাটোর মতন গাল দুটি তার,
MAGGI -র মতন কেশ ,
লম্বা চওড়া গোল গাল মেয়ে
দেখতে লাগে বেশ|
বিখ্যাত তার হাসি ,কাঁপে আমাদের কাশী|
আবার যখন তখন বন্যা ধারা
আসে নেমে দু চোখ বেয়ে |
ভালো মানুষির এক অতল খনি,
মনীষা সবার চোখের মণি |

Carl Lewis কোথায় লাগে,
দৌড়ে করবে পার,
আছে প্রবল শক্তি,
সবাই মানে হার |
কথার স্পীডও নয়কো কম ,
ভুলে যায় বুঝি নিতে হয় দম ,
সুন্দরী বিনু  কার্টুন পনা ভালই জানে,
কেউ Sridevi কেউ Jayaprada মানে |

ঘড়ি ধরে চলে সুচরিতা সোম,
রেগে যদি যায় তবে যেন এটম বোম |
দেখতে শুনতে বেশ সবল,
দায়িত্বজ্ঞান ও আছে প্রবল ,
Defence এর hero কে ঘিরে রঙিন স্বপ্ন তার,
এমন discipline সত্তি মেলা ভার |

পাঁচ পাঁচটা ফুট এর ওপর আট আটটা ইঞ্চি ?
এও কি পাওয়া যায়?
আট জোকার -এর লম্বা জোকার নাম দয়িতা রায় |
সময় কাটে হেঁসে হাসিয়ে ,
ছেলে দেখলে যায় পাশ কাটিয়ে
কারণ তারা বড়ই বেঁটে হায় !

ছিলেম বেশ হাসি খুশি
আট জনেতে মিলে...
বিয়েবাড়ির সানাই দেখি বিদায়ের সুর তোলে |
মৌসুমী দিল গ্রীন সিগনাল
বিয়ের গাড়ি ওই ছেড়ে যায়
বিগত দিনের স্টেশনগুলি,
সরে যায় দেখি গুটি গুটি পায় |

এসো মোরা পণ করি ...
আমরা  আটজন সেই আটজনই রব..
সময় এর দাগ পড়তে না পায়................











No comments:

Post a Comment

Your comments: